শনিবার ২৮ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

খেলা | India-South Africa: বুমরার হাফ ডজন, কেপটাউন টেস্ট জিতে সিরিজে সমতা ফেরাল ভারত

Sampurna Chakraborty | ০৪ জানুয়ারী ২০২৪ ১১ : ৫২Sampurna Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: কেপটাউন টেস্ট জিতে সিরিজে সমতা ফেরাল ভারত। প্রথম টেস্টে ধরাশায়ী হওয়ার পর দুরন্ত প্রত্যাবর্তন। ৭ উইকেটে দ্বিতীয় টেস্ট জিতল ভারত। জয়ের জন্য ৭৯ রান প্রয়োজন ছিল। ৩ উইকেট হারিয়ে জয়সূচক রানে পৌঁছে যায় রোহিতরা। একদিনের ক্রিকেটের মেজাজে শুরু করেন যশস্বী জয়েসওয়াল, রোহিত শর্মারা। ১২ ওভারে জয়সূচক রানে পৌঁছে যায় ভারত। বেশ কয়েকটা ক্যাচ ফেলে প্রোটিয়ারা। মাত্র দেড় দিনেই শেষ টেস্ট। প্রথম টেস্ট অন্তত তিনদিন গড়িয়েছিল। কিন্তু দ্বিতীয় সেশনেই শেষ কেপটাউন টেস্ট। চায়ের বিরতি পর্যন্তও গড়ায়নি। ১৩ বছর পর দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ ড্র ভারতের। ২০১০-১১ সালে শেষবার সিরিজ ১-১ এ অমীমাংসিত ছিল। তারপর থেকে শুধুমাত্র হারের সম্মুখীন হতে হয়েছে ভারতকে। 

প্রোটিয়াদের মাটিতে কমজোরী দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এবার সিরিজ জয়ের হাতছানি ছিল ভারতের সামনে। সুবর্ণ সুযোগ ছিল রোহিতদের। প্রোটিয়াদের টেস্ট ইতিহাসে এটাই সবচেয়ে কমজোরী দল। কিন্তু প্রথম টেস্টে তার ফায়দা তুলতে ব্যর্থ ভারত। তবে দ্বিতীয় তথা সিরিজ নির্ণায়ক টেস্টে দারুণ কামব্যাক। প্রথম ইনিংসে মাত্র ৫৫ রানে দক্ষিণ আফ্রিকাকে অলআউট করে দেয় ভারত। ৬ উইকেট নেন মহম্মদ সিরাজ। জোড়া উইকেট যশপ্রীত বুমরা এবং মুকেশ কুমারের। সবচেয়ে কম রানে বিপক্ষকে গুঁড়িয়ে দেওয়ার রেকর্ড ভারতের। ২৩.২ ওভারে ৫৫ রানে শেষ হয়ে যায় প্রোটিয়াদের ইনিংস। সর্বোচ্চ রান কাইলি ভেরেনের (১৫)। প্রথম ইনিংসে বড় লিড নেওয়ার সুযোগ থাকলেও সেটা কাজে লাগাতে পারেনি ভারত। ১৫৩ রানে অলআউট হয়ে যায় রোহিতরা। শুরুটা ভাল করলেও ৩৯ রানে ফেরেন ভারত অধিনায়ক। ৩৬ করেন শুভমন গিল। সর্বোচ্চ রান বিরাট কোহলির। কিন্তু অর্ধশতরানের আগে ৪৬ রানে আউট হন।

দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে লজ্জার রেকর্ড ভারতের। ০ রানে ছয় উইকেট হারায়। টেস্ট ক্রিকেটের ১৪৭ বছরের ইতিহাসে এর আগে কখনও শূন্য রানে ৬ উইকেট পড়েনি। এই প্রথম বিনা রানে ছয় উইকেট হারায় ভারত। কেপটাউনে টেস্টের এক ইনিংসে সবচেয়ে বেশি শূন্য করার রেকর্ডও ভারতীয় ব্যাটারদের। এগারোজনের মধ্যে ছ"জন শূন্যতে আউট হয়। তবে লজ্জার জোড়া রেকর্ড সত্ত্বেও ভারতকে ম্যাচে রাখেন মহম্মদ সিরাজ, মুকেশ কুমাররা।‌ প্রথম দিনের শেষে ৬২ রানে ৩ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। একদিনে ২৩ উইকেট পড়ে। দ্বিতীয় দিনের শুরুতেই চার উইকেট তুলে ভারতকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন যশপ্রীত বুমরা। দ্বিতীয় ইনিংসে ভারতীয় পেসারের শিকার ৬ উইকেট। একা কুম্ভ রক্ষা করেন আইডেন মার্করাম। দলের এই পরিস্থিতিতে দুর্ধর্ষ শতরান। ১০৩ বলে ১০৬ রান করে আউট হন। ইনিংসে ছিল ২টি ছয়, ১৭টি চার। তাঁর ব্যাটে ভর করেই ভারতের জন্য ৭৯ রানের টার্গেট সেট করে দক্ষিণ আফ্রিকা। বিদায়ী টেস্টে ডাহা ব্যর্থ ডিন এলগার। দুই ইনিংসেই রান পাননি কেপটাউন টেস্টের অধিনায়ক। 




বিশেষ খবর

নানান খবর

নানান খবর

ছবি তুললেন অনুষ্কা শর্মার সঙ্গে, স্বচক্ষে দেখলেন শতরান, মেলবোর্নে কেমন দিন কাটল নীতীশ রেড্ডির পরিবারের? ...

এই দিনটার কথা কোনওদিন ভুলব না, নীতীশের শতরানে গর্বিত বাবা আর কী বললেন জানুন ...

ডনের দেশে নীতীশ রাজ, বিরাট–রোহিতদের ব্যর্থতা একাই ঢাকলেন ভারতীয় তরুণ ...

ঐতিহাসিক এমসিজিতে ভারত পেল আগামীর তারকা, ছেলের শতরানে গ্যালারিতে বাবার চোখে আনন্দাশ্রু...

স্টুপিড একটা, পন্থকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ গাভাসকারের...

‘একসময় ভয় লাগছিল’, দ্বিতীয় দিনের শেষে বিরাটের ব্যাটিং নিয়ে মুখ খুললেন স্মিথ...

ড্রেসিংরুমে না গিয়েই অস্ট্রেলিয়ান সমর্থকদের সঙ্গে বচসা বিরাটের, বক্সিং ডে টেস্ট ঘিরে ক্রমশ বাড়ছে বিতর্ক...

কোহলিকে ঘিরে এবার ভাগ হয়ে গেল মেলবোর্ন, উত্তাপ বাড়ছে সমর্থকদের মধ্যে...

ইপিএলে শীর্ষেই লিভারপুল, হেরে চাপ বাড়ল চেলসির...

একটা রান আউটই শেষ করে দিল ছন্দ, মেলবোর্ন টেস্টে তীব্র চাপে ভারত ...

আলবার্তোর জোড়া গোল, হাফ টাইমে পিছিয়ে পড়েও পাঞ্জাব বধ মোহনবাগানের...

তৈরি হয়েছে বিতর্ক, কাটা গিয়েছে ম্যাচ-ফি, এত কাণ্ডের পরেও মেলবোর্নে নাচছেন কোহলি, ব্যাপারটা কী?...

কনস্টাসের উত্থানের পিছনে রয়েছেন এক বাঙালি কোচ, জেনে নিন খবরের ভিতরের খবর...

বুমরা-সিরাজকে ব্যাট হাতে তুলোধোনা, বাবার এই ভুল কঠিন লড়াইয়ের জন্য তৈরি করে দিয়েছিল কনস্টাসকে...

অভিষেক টেস্টের প্রথম বলেই উইকেট, ইতিহাসের পাতায় নাম লেখালেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



01 24